শাহিনুল ইসলাম কুড়িগ্রাম :তীব্র শীতে কাপছে পুরো দেশ। দেশের উত্তরের জেলা কুড়িগ্রামেও বাড়ছে শীতের তীব্রতা।দারিদ্রতম এই জেলায় শীতের পোষাকের অভাবে রয়েছে অসংখ্য মানুষ। এসকল শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ‘দুরন্ত কুড়িগ্রাম’ নামের একটি সংগঠন।
গত ৩০/১২/১৯ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের ধরলা নদীর তীরে চান্দের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জুলিয়া জুলকার নাঈন,হাফিজুর রহমান হাফিজ এবং সমন্বয়ক কিশোর কুমার সাগর সহ সকল সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের নিয়ে গঠিত এর সংগঠনটির বিতরণ করা শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মাঝে খুশির আমেজ দেখা দেয়। উপকারভোগী যাহেরা বেগম বলেন’মোর ট্যাকা আছিল না কেনার,এই কম্বল পায়া মোর অনেক উপকার হইল।’
উপদেষ্টা জুলিয়া জুলকার নাঈন জানান, ‘আমরা চেষ্টা করছি শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব করতে।তবে সবাই যদি একসাথে হয়ে কাজ করি তাহলে সকলের নিকট এই সেবা পৌছে দেয়া সম্ভব।’
সংগঠনটির এই কার্যক্রমে স্বাগত জানিয়েছে কুড়িগ্রামবাসী