জুন ১০, ২০২৩ ১২:৫৩ সকাল



শীতবস্ত্র নিয়ে কুড়িগ্রামে ‘ঢাকা কলেজ এলামনাই’

জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় ঘন কুয়াশায় চারদিক আছন্ন থাকে, সারাদিন সূর্যের দেখা মিলে না। তীব্র শীতে আজ কুড়িগ্রামের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেছে ‘ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন-৯৬ ব্যাচ’।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা পুলিশ লাইন্স স্কুল মাঠে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার অফিসার্স ইনচার্জ, সাংবাদিক হুমায়ুন কবীর সূর্য্য, ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন ৯৬ ব্যাচ এর আবু জাহিদ, মুক্তাফি মাহমুদ শাহ, নাজমুল হক লেমন, শোহেব আহম্মেদ পলাশ প্রমুখ ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জানায় শনিবার সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। আজ দুপুর নাগাদ সূর্যের দেখা মিলেছে তবে জেলায় শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে ।

জেলা পুলিশ সুপার জানান, জেলার অধিকাংশ মানুষ চর কেন্দ্রীক তাই এখানে অনান্য জেলার তুলনায় ঠান্ডাও বেশী। আমরা চেষ্টা করছি জেলার এসব শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়ে পাশে দাঁড়ানোর। অতিশীঘ্রই জেলা পুলিশের নিজস্ব তহবিলসহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তহবিল থেকে শীতার্তের মধ্যে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হবে।



Comments are closed.

      আরও নিউজ