বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণের দায়ে বান্দরবানে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ এমরান,বান্দরবান:

বান্দরবানের লামায় ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪ইং) সকাল ১১ টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউপির ০৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী এলাকার মৃত রতন খানের ছেলে হারুন মিয়া (৩৮)।

মামলা সূত্র জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ধর্ষণের শিকার কন্যা শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁন এর মুদি দোকানে শ্যাম্পুর জন্য গেলে একা পেয়ে অভিযুক্ত মোঃ হারুন তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা ফারহানা নাসরিন বাদি হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ এই কারাদণ্ড ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করেন।

সম্পর্কিত