জুন ১০, ২০২৩ ১২:৩৩ সকাল



শিবরামপুর স্পটিং টীম

 

উজ্জ্বল হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি:

আজ ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে শিবরামপুর স্পটিং টিম ১ বছর পর একত্রিত হয়েছে আজ তাই আমি দেখ আনন্দিত আমার প্রাণের টিম
এই সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর আহবায়ক তুফাজ্জুল হোসেন।ও ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম (সোহাগ) এবং সহ সভাপতি আফছারুল (ইসলাম) ও সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (জনিক) তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা( উজ্জ্বল হাসান) আর ও অঙ্গ সংগঠনের, নেতাকর্মীরা

শিবরামপুর স্পটিং ক্লাব এর খেলোয়াড় রা হলেন ।১ তুফাজ্জুল ২আহমেদ অলি ৩ জিলু ৪ আশরাফুল,৫ সোহাগ,৬,জনিক,৭ হুসাইন ৮, আফছারুল,৯ অপু,১০, মাছুম,১১, অপু,১২ জিসান,১৩, ফয়ছল,১৪, হাদীসনূর,১৫ ছানি,



Comments are closed.

      আরও নিউজ