রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম অবগতিকরণ সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করে চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন।

এসময় চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদ সচিব, মোঃ রাকিবুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম,চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন, চাতরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাদিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম জাফর, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সানাউল্লাহ শেলিম, প্রমূখ,

সর্বজনীন পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা নবীনুর রহমান। সভায় সাধারণ পুরুষ ও মহিলা ইউনিয়ন পরিষদের সকল সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বজনীন পেনশন বিষয়ক হেল্প ডেস্ক উদ্বোধন করেন চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া।

সম্পর্কিত