বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ

মো:মেহেদী হাসান (আত্রাই উপজেলা প্রতিনিধি)ঃনওগাঁর আত্রাই উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গনধোলাই দিয়েছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্বানীয় সূত্রে জানা যায়,ওই বিদ্যালয়ের শিক্ষক মো:আসাদুল হক ডাবলু(৪০)দীর্ঘদিন যাবত একাধিক ছাত্রীর পরিধেয় পোশাকের ভেতর হাত দিয়ে যৌন হয়রানি করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এক পর্যায়ে এলাকাবাসী আসাদুল হককে গন ধোলাই দেয়।
এক পর্যায়ে আত্নরক্ষার জন্য আসাদুল হক স্কুলের একটি কক্ষে প্রবেশ করে।

পরে থানায় জানাজানি হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আত্রাই থানার ওসি মো: জহুরুল ইসলাম বলেন,যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী তাকে মারধর করে আটকে রেখেছিল। এমন মৌখিক অভিযোগে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত