রাকিবুল হোসাইন, কালীগঞ্জ প্রতিনিধি :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রায় একশত জন প্রাক্তন শিক্ষার্থী, অবঃ প্রধান শিক্ষক, অবঃ শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে পুণর্মিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিভিন্ন প্রস্তাবনা আলোচনা করে নিন্মলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়ঃ
১। পুণর্মিলনীর সম্ভাব্য তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ, রোজ শনিবার।
২। এক (০১) দিনব্যাপী অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়।
৩। রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ৫০০/- টাকা।
৪। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য তা ২০০/- টাকা।
৫। প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের রেজিঃ ফি ব্যতীত অনুদান নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
৬। একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
৭। স্বল্প সময়ের মধ্যে অবঃ প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম রব্বানী স্যারকে আহবায়ক করে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৮। এরপর কয়েকটি উপকমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
৯। রেজিষ্ট্রেশন করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ৩১ জানুয়ারী ২০২০ খ্রিঃ।
১০। একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত হয় যেখানে বিভিন্ন ধরনের লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারী ২০২০ খ্রিঃ।