মার্চ ৩১, ২০২৩ ১১:২৪ সকাল



লোক দেখানো ত্রাণ বিতরণ “তোফাজ্জল”

—————————————————-
আমি ধিক্কার জানাই ঐইসব লোকদেরকে
যারা সেলেব্রেটি হওয়ার জন্যে ত্রাণ বিতরণ করে,

আমি ধিক্কার জানাই ঐইসব লোকদেরকে,
যারা দান করে শুধুমাত্র লোক দেখানোর জন্যে,

হে শিক্ষিত নামক মানব মূর্খ,
আল্লাহর বাণী থেকে কী তোমার চোখ কান বন্ধ?

হাদিসে বর্ণিত,
ডান হাতে দান করো বাম হাত যেন ট্যার না পায়,
কিন্তু আজ যে ঘটে চলেছে তার সব উল্টোটায়,

এক কেজি চাল দান করে,
সেলফি তুলে ৪ জনে,
সঙ্গে সঙ্গে আপলোড ফেইসবুকে,
গরীবদের মান সম্মান ভাসিয়ে দেয় সাগরে ,,

ঐইরকম ত্রাণ দাতা চাই না,
যে গরীবদের মান সম্মান বুঝে না
গোপনে করো তুমি দান, :
উপর ওয়ালা বাড়িয়ে দিবে তোমার সম্মান:।

দৃষ্টি আকর্ষণ করছি ত্রাণদাতাদের,
আর যেনো সম্মান হানি না হয় গরীবদের,
যেই রকম দানে আল্লাহর সন্তুষ্টি নেই,:
সেই রকম দান করার চেয়ে না করাই শ্রেয় ।

 

পাঠিয়েছেন, উজ্জল হাসান সুনামগঞ্জ



Comments are closed.

      আরও নিউজ