মার্চ ৩১, ২০২৩ ১১:৪০ সকাল



লালমনিরহাট সরকারি কলেজ এর বাঁধন ইউনিট এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

 

রাকিবুল হোসাইন,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট সরকারি কলেজ এর সেচ্ছায় রক্ত দান “বাঁধন” নামে একটি সংগঠন রয়েছে।সংগঠনটি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত ম্যানেজ করে দিয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে।
বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের যেদিন বাংলাদেশের সকল মানুষ তার রক্তের গ্রুপ জানতে পাবে এবং রক্তের অভাবে কোন মানুষ মারা যাবে না।

প্রতিবারের ন্যায় ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মো:খয়রুল কবীর।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), লালমনিরহাট সরকারি কলেজ,লালমনিরহাট।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মো:মিজানুর রহমান।
সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত), শিক্ষক পরিষদ, লালমনিরহাট সরকারি কলেজ।

মো:আরমান রহমান।
প্রভাষক,ইতিহাস বিভাগ ও বাঁধন

মো:বাবুল হোসেন।প্রভাষক,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও উপদেষ্টা বাঁধন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট।

জান্নাতুল ফেরদৌস।
প্রভাষক, অর্থনীতি বিভাগ ও উপদেষ্টা বাঁধন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাধঁন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট এর সকল উপদেষ্টা,বাঁধন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট এর সকল সদস্য এবং অত্র কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,
মো: সেলিম মাহমুদ।
সাধারন সম্পাদক,বাঁধন, লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট,রংপুর জোন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাঁধন একটি সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, এই সংগঠন থেকে মানুষ অনেক উপকৃত হচ্ছে।রক্তদাতা দের বিভিন্ন দুক নির্দেশনা মূলক কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
মো:নাজমুল হক।
সভাপতি,বাঁধন ,লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট,রংপুর জোন।

সভাপতি মহাদয়ের বক্তব্যের মাধ্যমে বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।



Comments are closed.

      আরও নিউজ