জুন ১০, ২০২৩ ১২:১৪ সকাল



লালমনিরহাট সরকারি কলেজে দশম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের শুভ উদ্বোধন

তুষার আচার্য্য,লালমনিরহাট সংবাদদাতা:

আজ ১৫ই সেপ্টেম্বর রোজ রবিবার লালমনিরহাট সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের ১০ম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহঃ সুজন শাহ-ই-ফজলুল।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক মোঃ আরমান রহমান, আরএসএল মোঃ মাহবুবুল ইসলাম, বিএনসিসি’র পিইউও মোঃ ফজলে রাব্বী। জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি মোঃ আব্দুল মালেক সরকারের সঞ্চালনায় রোভার রাজু ইসলাম, মোঃ রায়হান আলী, মাসুদ,ইয়াসিন, সবুজ,সুমন, সৌরভ,জাহিদ রাশেদ স্কাউটিং এর বিভিন্ন কলা প্রদর্শন করেন। ১৫-১৭ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই আয়োজনে ২৮ জন রোভার এবং ১২ জন গার্ল-ইন রোভার অংশগ্রহণ করছেন।
উদ্বোধন কালে উদ্বোধক প্রফেসর মুহঃ সুজন শাহ-ই-ফজলুল বলেন লালমনিরহাট সরকারি কলেজের রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক মোঃআরমান রহমান এর তত্ত্বাবধানে রোভার স্কাউট টিম সুনাম অর্জন করেছে এবং সকল স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান রোভার স্কাউট এর সকল সদস্যদের যারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত।রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক মোঃ আরমান রহমান সকলকে স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং উক্ত তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান কে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।



Comments are closed.

      আরও নিউজ