শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদরের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার সময় স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক এটি এম রশীদুল আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনীম, লেখক, সংগঠক ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি।

ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠের মধ্যে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর প্রথমে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা সবার হাতে ফুল দিয়ে বরণ করেন।

এরপর বেলা ৩টার সময় প্রতিযোগিতায় অংশগ্রহণে যারা বিভিন্ন খেলায় পুরস্কার পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন লালমনিরহাট লেডিস্ ক্লাবের সভানেত্রী তানজিনা আফরোজ, সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) এস এম শাফায়াত আকতার নুর।

সম্পর্কিত