শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি রেকর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

সোহেল রানা, লালমনিরহাট: লালমনিরহাটে হিমেল হাওয়া ও তীব্র শীতের দাপট চলছে। এ কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করেছে শিক্ষা বিভাগ। মাধ্যমিক বিদ্যালয় আজ থেকে দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

জেলার পাটগ্রাম উপজেলার বাউরা হামিরউদ্দীন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, স্কুল খোলার পর নোটিশ পেলাম তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার কারণে আজ ও আগামীকাল দুইদিন স্কুল বন্ধ।

লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে সোম ও মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত