রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে বজ্রপাতে ঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই

সোহেল রানা, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে গরু-ছাগলসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ জুন) ভোররাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর তেঁতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের একটি ঘরে আগুন লেগে যায়। এতে পুলিন রায়সহ পরিবারের দুইজন আহত হন। এ সময় ঘরে থাকা তিনটি ছাগল ও দুইটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দিনমজুর পুলিন চন্দ্র জানান, পরিবার নিয়ে অনেক দুঃখে-কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। কৃষিকাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন। এ ছাড়া ঋণ নিয়ে গরু-ছাগল পালন করে পরিবার আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।

সম্পর্কিত