আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
পুলিশ সুপার লালমনিরহাট ম এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম এর এসআই মোঃ জাহাঙ্গীর আলম লালমনিরহাট পৌরসভাধীন লালমনিরহাট টু মোগলহাটগামী খোচাবাড়ী মৌজাস্থ জনৈক আঃ মতিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মৃত রহিম বকস, মাতা-মোছাঃ আলেয়া বেগম ,স্থায়ী-১: গ্রাম- খোচাবাড়ি (ওয়ার্ড নং-০৪, লালমনিরহাট পৌরসভা,) থানা ও জেলা- লালমনিরহাটকে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।
এছাড়াও থানা পুলিশের অপর অভিযানে এসআই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ রাশেদ বাবু(৪৫), পিতা-মৃত জাহিদ হোসেন, মাতা-মৃত ফিরোজা বেগম, সাং-মধুমাঝিরা সাহাপাড়া, ২. মোঃ তারেক সাকিদার (২৭), পিতা-মোঃ বেলাল ওরফে হেলাল সাকিদার, মাতা-মোছাঃ খুকি বেগম, সাং-মধুমাঝিরা উত্তরপাড়া , ৩. মোঃ মুকুল মিয়া (৩৩), পিতা-মৃত হাফিজার রহমান, মাতা-মোছাঃ রজেদা বেগম, সাং-উত্তর মধুমাঝিরা সকলের থানা- বগুড়া সদর, জেলা –বগুড়া’দেরকে ৬৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। এসময় ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি জ্যাক পিকআপ গাড়ী জব্দ করা হয়।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।