সাদেকুল ইসলামঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ দলীয় মনোনয়ন এর ব্যাপারে লালমনিরহাটে আওয়ামীলীগ এর নেতা কর্মি ও সমর্থকদের মাঝে গত সপ্তাহ জুড়েই ছিল হতাশা, উদ্বেগ আর উৎকন্ঠা।অবশেষে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে পছন্দের প্রার্থী দের মনোনয়ন দেয়ার এখন বিরাজ করছে বাঁধ ভাঙ্গা উল্লাস।যেন স্বস্থি আর প্রান ফিরে চাঙ্গা হয়েছে নৌকার নেতা কর্মি ও সমর্থকরা।
রোববার (২৬ নভেম্বর) রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশের ৩০০ আসনের মনোনয়ন প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেন।
ওই তালিকায় লালমনিরহাটের ০৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান,০২ আসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং লালমনিরহাট ৩ আসনে এমপি মোতাহার হোসেন এর নাম ঘোষণা করেন। জেলার দুটি আসনে নিয়ে আওয়ামীলীগ নেতাদের তেমন দৌড় ঝাপ চোখে না পড়লেও লালমনিরহাট সদর-০৩ আসনটি নিয়ে ছিল ব্যাপক হতাশা উদ্বেগ আর উৎকন্ঠা।
লালমনিরহাট সদর ০৩ আসনে মোট ছয় জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছিল পছন্দের প্রার্থী নিয়ে।
এ্যাডভোকেট মতিয়ার রহমান লালমনিরহাট ০৩ আসন থেকে যেন নৌকার প্রার্থী মনোনীত হয় বা নৌকা মার্কা পান সেজন্য শহরে তার সমর্থনে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এছাড়াও সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে মঞ্চ তৈরি করে সেখানে গত তিনদিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দিচ্ছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকে।
এরই মধ্যে ২৬ নভেম্বর বিকেল চারটায় এ্যাডভোকেট মতিয়ার রহমানের নাম নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপর দুজনের নাম আগে অপ্রকাশিত ভাবে হলেও অনেকটা নিশ্চিত ছিলো নেতা কর্মি ও সমর্থকরা।
হালনাগাদ তথ্য অনুযায়ী জেলায় এবারে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৩শত ৮৭জন। এদের মধ্যে নারী ভোটার ১লাখ ৪২হাজার ২শত ৪৫জন এবং পুরুষ ভোটার ১লাখ ৪৩হাজার ১শত ৪১জন। আগের নির্বাচনে ভোটার তালিকায় এর সংখ্যা ছিল ২লাখ ৫১হাজার ৭শত ৪৩জন।