সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 

লালমনিরহাট,১৫ জুলাই,২০২৪

লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এভিসিবি ৩ প্রকল্পের কুড়িগ্রাম ও লালমনিরহাটের ম্যানেজার মোছা. দৌলতুন নেছার সঞ্চালনায়, সাপ্তাহিক বৃহস্পতিবার কোর্ট পরিচালনা, এখতিয়ার ভুক্ত মামলা নথিভুক্ত করা ও ১৪ দিনের মধ্যে আদালত গঠন করে মামলা নিষ্পত্তি করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
তারিখঃ ১৫-০৭-২০২৪ইং।

সম্পর্কিত