ডেস্ক নিউজ: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবীতে প্রেমিকার বাড়ির সামনে এসে বিষপান করে আত্মহত্যা করেছে দুলু নামের এক যুবক।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার সিংমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়,উত্তর ধুবনী গ্রামের আব্দুল মিয়ার ছেলে দুলুর (১৮) সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।পরবর্তীতে তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের সদস্যদের মধ্যে।
এরপর গতকাল শুক্রবার মধ্যরাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবী নিয়ে যায় দুলু।কিন্তু বাড়িতে প্রেমিকাকে না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।পরে সেখান থেকে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।