ডেস্ক নিউজঃলালমনিরহাটে নর্থ কিং ও সাগাইবাড়ি রেস্টুরেন্টে টাকা ছাড়াই খেতে পারবেন ইফতার ও সেহরি।
নিজের ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে এমনটাই জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক আবুল বাসার (সুমন)।
তিনি নিজের ফেইসবুক পোস্টে লিখেন,”যারা আর্থিকভাবে অস্বচ্ছল, অথচ রোজা রাখার নিয়ত করেছেন। যারা সেহেরী ও ইফতারের খাবার ব্যবস্থা করতে সমস্যাবোধ করছেন, তারা নর্থ কিং এবং সাগাইবাড়ি রেস্টুরেন্টে বিনামূল্যে সেহেরী এবং ইফতার গ্রহন করতে পারবেন। আমাকে ইনবক্সে জানালে আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।আপনাদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য পুরো রমজান মাসের জন্য প্রযোজ্য।রমজানুল মোবারক।”
এই ঘোষণার পর থেকেই ফেইসবুকে নেটিজনদের প্রশংসায় ভাসছেন এই রেস্টুরেন্ট মালিক।