বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

কালীগঞ্জ প্রতিনিধিঃলালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একরামুল হক  (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার দুপুরে উপজেলার শ্রুতিধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত একরামুল হক কালীগঞ্জ উপজেলার ভোটমারী  ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।কালীগঞ্জ  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা ট্রাকটি একরামুল হককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধ একরামুল হক। পরে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত