মোঃ আমান উল্লাহ শেখ স্টাফ রিপোর্টারঃনাটোর লালপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য আত্মসাতের অভিযোগ উঠেছে ওয়ালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম এর বিরুদ্ধে।
শনিবার (২৭ জানুয়ারী) সকালে ওয়ালিয়া বাজার (পালপাড়া) এলকায় টিসিবি পন্য বিতরণের সময় লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন ১, ২ এবং ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম একাই দশ জনের কার্ড ব্যবহার করে চাল, তেল ও ডাল উত্তলোন করলে সাধারন জনগণ তাকে অবরুদ্ধ করে ও পন্য জব্দ করেন।
অভিযুক্ত মহিলা মেম্বার বেলী বেগম বলেন, আমার নামে ৫টি ও অপর ৫টি গ্রাহকের পন্য তুলেছি।
উপকারভোগীরা জানান,বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সাধারন জনগণের জন্য ন্যায্যমূল্যে টিসিবি পন্যের ব্যবস্থা করেছেন। অথচ এরকম অসাধু জনপ্রতিনিধি তা লুটেপুটে খাচ্ছে।
উপকারভোগীরা আরো জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। এবিষয়ে সাদিক বিন ইসরাইল ডিলারের সহকারী নাহিদ জানান, কার্ড ছাড়া কাউকে পন্য দেওয়ার কোন সুযোগ নেই।
ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি।