সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

লালপুরে নব-নির্বাচিত এমপি কে সংবর্ধনা

মোঃ আমান উল্লাহ শেখ -স্টাফ রিপোর্টারঃ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। এছাড়াও উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল প্রমূখ।

সম্পর্কিত