এস,এম,এ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চলতি রবিশস্য হিসেবে ২০১৯-২০ সালের মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। তবে বাজারে দাম কম হওয়ায় উপজেলার কৃষকরা গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ বাগুয়ার চর গ্রামের গম চাষি ইদ্রিস আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের ফলন অনেক ভালো হবে। তবে বাজারে দাম কম হওয়ায় আমি গমের চাষ কম করেছি। কারণ গতবছর ন্যায্য দাম না পাওয়ায় গম চাষে আগ্রহ হারিয়েছি। একই এলাকার গমচাষি শুকুর আলী বলেন, আমি এবার এক একর জমিতে গম চাষ করেছি। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে গম চাষে সার ও কীটনাশক ব্যবহার করি। এতে আমার জমির আবাদ অনেক ভালো দেখা যায় কিন্তু খরচ বেশি পড়েছে।তবে বাজারে গমের ন্যায্য দাম না থাকায় ক্ষতি পুষিয়ে উঠতে পারি না। গত বছরের চেয়ে এবার অর্ধেক জমিতে গম চাষ করেছি। রৌমারী উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন জানান, মাটির গুণাগুণে রৌমারী উপজেলার চরাঞ্চলের মাটি গম চাষের জন্য অনেক উপযোগী।খরচের তুলনায় দাম কম থাকায় কৃষকরা গম চাষে আগ্রহ হারাচ্ছে।