সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে ৮ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই অজয় চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান এর শিক্ষক অগ্নিকুমার দাশ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞান চর্চার বিকল্প নেই। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য বলেন আপনারা স্ব স্ব শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদেরকল বিজ্ঞান পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে সুনাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াহেদ এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে ১১টি স্টল এর মাধ্যমে তাদের প্রযুক্তি উপস্থাপন করেন। পরে ৮ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ।

সম্পর্কিত