বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে স্কাউটস ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে বাংলাদেশ স্কাউটস এর ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও মমিনুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সিলেট অঞ্চলের স্কাউটস এর উপ-পরিচালক মামুনুল রশিদ,স্কাউটস কমিশনার কাজী কামাল উদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, স্কাউটস আঞ্চলিক যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ রঞ্জন রায়,স্কাউট কমিশনার ফজলুল করীম, লাখাই স্কাউটস কমিশনার হেমেন্দ্র চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ বাছির উদ্দিন গীতা পাঠ করেন হেমচন্দ্র চন্দ্র দাস। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার হেমেন্দ্র চন্দ্র দাস। ত্রৈবার্ষিক সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা কে সভাপতি মোঃ আমিরুল ইসলাম আলম কে স্কাউটস কমিশনার, আব্দুল জলিল কে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট লাখাই উপজেলা স্কাউটস কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত