শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে সুরমা হিজরার নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণ, এলাকায় দৃষ্টান্ত স্থাপন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের সুরমা হিজরার নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণ। এ ঘটনায় এলাকায় জনসাধারণের মাঝে নানা ধরনের প্রশংসার পঞ্চমুখ হিসেবে পরিচিতি লাভ করেছে। অনেকে বলছেন মেম্বার চেয়ারম্যানগন যা করতে পারেনি তা সুরমা হিজরা একটি কালভার্ট নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সুরমা হিজরা ও ভাদিকারা গ্রামের ৭ নং ওয়ার্ডের জনতা এই কালভার্টের কাজ তদারকি করতে দেখা গেছে। এ সময় ভাদিকারা গ্রামের ৭ নং ওয়ার্ডের আব্দুল মতলিব, বাবু মিয়া ও মীর আব্দুল কাদির এ প্রতিনিধিকে জানান, চেয়ারম্যান ও মেম্বার নিজস্ব অর্থায়নে যা করতে পারেনি এই সুরমা হিজরা তা করে দেখিয়েছে এতে করে আমরা ৭ নং ওয়ার্ডবাসী তার কাছে কৃতজ্ঞ। এ বিষয়ে সুরমা হিজরা সাথে আলাপ কালে তিনি জানান, আমার নাম সুরমা হিজরা আমার ইচ্ছা আমি সমাজের জনকল্যাণে কাজ করতে পেরে আমি আনন্দিত। এই কালর্ভাট নির্মাণ করতে কতটাকা ব্যয় হয়েছে জানতে চাইলে তিনি জানান, প্রায় ৬০ হাজার টাকা। এ বিষয়ে ওয়ার্ডবাসী জানান এই কালভার্ট সুরমা হিজরা নিজস্ব অর্থায়নে করে দেয়ায় আমাদের এলাকায় পানি নিষ্কাশনের রাস্থা করে দেয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে যদি নির্বাচন করে তা হলে আমরা ৭ নং ওয়ার্ডবাসী একজোট হয়ে কাজ করে তাকে জয়যুক্ত করব। উল্লেখ্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুরমা হিজরা সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচনে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন। সুরমা হিজরা কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি জানান, ভাদিকারা গ্রাম ৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত তাই ভাদিকারা গ্রামবাসী আমাকে সমর্থন দিলে আমার নির্বাচন করার ইচ্ছা আছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত