এম এ ওয়াহেদ,লাখাই প্রতিনিধি:লাখাই উপজেলায় রোপা আমন ধান,চাল সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লাখাই খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে ধান চাল সংগ্রহ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা এর গুদামের ওসিএলএসডি কামনা রঞ্জুর দাস, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম,এ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সহ সভাপতি আশীষ দাশগুপ্ত, সাংবাদিক মুফতি আসাদুজ্জামান আনোয়ারী, সাদিয়া অটোর রাইসমিল এর প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় সন্তোষ প্রমুখ। উপজেলা খাদ্য গুদাম ওডিএলএসডি কর্মকর্তা কামনা রঞ্জুর দাস জানায়, চলতি আমন মৌসুমে ৪৪ টাকা কেজি দরে ৩৫৭মেট্রিক সিদ্ধ চাউল। ৪৩ টাকা কেজি দরে ১০৪ মেট্রিক টন আতপ চাউল, ৩০ টাকা দরে ১৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে।
