এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় ৭ই মার্চ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ৯টায় উপজেলা অভ্যন্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, লাখাই থানা, উপজেলা অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ জানান।পরে সকলা ১০টা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা পঃপঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম, কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক প্রমুখ।আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াহেদ, গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। পরে ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।