এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিম ছাত্রদের মাঝে চাল বিতরণ করলেন হবিগঞ্জ জেলা সদর এর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী।
রবিবার (২৮ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রাঙ্গনে উপজেলা বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ১৫৩ বস্তা চাল বিতরণ করা হয়েছে। মাদ্রাসা গুলি হলো বামৈ জামিয়া ইসলামিয়া নুরুন্নিছা বানাজ মহিলা মাদ্রাসা, বামৈ কাটিহারা ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা, মশাদিয়া ধর্মপুর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, সিংহগ্রাম ইয়াছিনিয়া মাদ্রাসা, সিংহগ্রাম জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা ও নুরে মদিনা মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধানদের কাছে ১৫৩ বস্তা চাল বিতরণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় বিগত কয়েক মাস আগে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের জনৈক কালোবাজারি বিজিডির চাল ক্রয় করে তার বাড়ীতে মওজুদ করার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে কালোবাজারির বাড়ী থেকে জব্দ করেন। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করা হয়। উক্ত চাল পচনশীল হওয়ায় মানবিক কারনে জব্দকৃত চাল এতিম ছাত্র ছাত্রী দের মাঝে বিতরণ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার বিকেলে ঔ চাল বিতরণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জিকরুল ইসলাম সহ বিজ্ঞ আদালত এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।