এম এ ওয়াহেদ লাখাইঃলাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের পরিচালনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন বামৈ বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মোঃ ফরিদ, লাখাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ ও তৌহিদ মোল্লা প্রমুখ। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন বাজারে দোকানে দোকানে মূল্য তালিকা রাখার ও নিয়মিত বাজার মনিটরিং করার আহবান জানান।