রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে বিভিন্ন হাটবাজার ফুটপাত ব্যবসায়ীদের দখলে, জন ভোগান্তি চরমে

লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারের ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফলে জন ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ বড় বাজারে রাস্তার ফুটপাত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। ফলে জন চলা চল ও যানচলাচল চরম ভোগান্তি। এ বিষয়ে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমার নজরে আছে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করেন উপজেলা প্রশাসন কারন বাজার ইজারাদার উপজেলা প্রশাসন থেকে ইজারা এনে দৈনন্দিন ইজারাদার টাকা উঠায় ফলে কিছু বলতে গেলে ইজারাদার বলে থাকেন আমরা বাজার ইজারা এনেছি তাই আমি এ বিষয়ে কিছু করতে বা ফুটপাত মুক্ত করতে পারছি না। এ বিষয়ে কালাউক বাজার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জিতু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান সোমবার( ৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় আমার বাজার সমিতির সেক্রেটারি রাসেল আহমেদ সহ কয়েকজন কে নিয়ে কালাউক বাজারের ফুটপাত মুক্ত করেছি কিন্তু মিষ্টি ও ফলের ব্যবসায়ী কাজল মিয়া, মিষ্টি ও ফল ব্যবসায়ী অরুন রায়, ব্যবসায়ী জাকির হোসেন ও সিরাজুল ইসলাম আমাদের কথায় কোন প্রকার কর্ণপাত না করে বহালতবিয়ত রয়েছেন। তাদের ব্যপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বামৈ বড় বাজার কমিটির সভাপতি শেখ ফরিদ মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে আলাপ কালে তিনি জানান লাখাই উপজেলার প্রত্যকটি বাজার ফুটপাত মুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কাউকে ছাড় দেয়া হবে না। যদি কাউকে এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া যায় তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত