এম এ ওয়াহেদঃ বাংলাদেশ কৃষি করপোরেশন (বিএডিসি) সেচ ব্যবস্থাপনার আওতায় লাখাইয়ে ৫০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলা অডিটোরিয়াম হলে বিএডিসির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কৃষক কৃষাণীদের কে বিদ্যুৎ ব্যবহার, অহেতুক বিদ্যুৎ ব্যবহার, সেচ প্রকল্পে অগভীর নলকূপ বিদ্যুৎ ব্যবহার এর উপরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত কৃষক কৃষাণীদের কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেব কৃষক কৃষাণীদের কে প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, সহকারী প্রকৌশলী (সওকা) বিএডিসি হবিগঞ্জ জেন এ এম রাকিবুল হক,সহকারী জেনারেল ম্যানেজার( পবিস) লাখাই নাঈমুর রহমান, হবিগঞ্জ বিএডিসি উপ- সহকারী প্রকৌশলী (সওকা) মোঃ আহসানুল আলম এবং লাখাই উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতিলাল বাবু। এ কর্মশালায় মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ৫০ জন কৃষক কৃষাণীদের কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
![](https://uttarbonggersongbad.com/wp-content/uploads/2025/01/IMG-20250124-WA0034-298x300.jpg)