মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। রোববার (১৭ মার্চ) সকাল ১০ টা থেকে লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কামরুল আহসান এর নেতৃত্বে ১১ জন ডাক্তার এর একটি টিম এলাকার জনসাধারণ কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লোকে লোকারন্য হাজার হাজার নারী, পুরুষ, যুবক, যুবতী সহ নানা বয়সের রোগীরা শৃঙ্খলার সাথে চিকিৎসা নিতে দেখা গেছে। অপর দিকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর শৃঙ্খলা রক্ষার নিয়োজিত রয়েছেন স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে এর চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের সেবা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ এর অর্থোপিডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কামরুল আহসান, একই বিভাগের ডাক্তার সহকারী অধ্যাপক ডাক্তার সম্রাট,ডাক্তার কামরুজ্জামান সার্জন, ডাক্তার জিয়াউল ইসলাম , ডাক্তার ফাইয়াজ আহসান, ডাক্তার শহিদুল ইসলাম খান, নাক কান বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার নাশিকুল হক, ডাক্তার রেজাউর রহমান রিয়াদ,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ তানভীর রহমান চৌধুরী, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুমাইয়া ইসলাম। ফ্রি-মেডিকেল ক্যাম্প এর আয়োজক এর কাছে কতজন রোগীর সেবাদান করা হয়েছে জানতে চাইলে তিনি জানান সকাল ১০ টা থেকে এ পর্যন্ত ৩ হাজার এর উপরে রোগীদের সেবা প্রদান করা হয়েছে।

সম্পর্কিত