শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে প্রশাসনের বাজার মনিটরিং এ পেঁয়াজ এর মূল্য ১২৫ টাকা নির্ধারণ

এম এ ওয়াহেদ লাখাইঃ বর্তমানে দেশে পেঁয়াজ এর বাজারে পেঁয়াজ এর মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় উপজেলা প্রশাসন সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য রবিবার (১০ ডিসেম্বর) সন্ধার পর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজার, কালাউক সড়ক বাজার, বামৈ বড় বাজার ও মোড়াকরি বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের কে প্রতি কেজি পেঁয়াজ ১২৫ টাকা দরে বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান প্রত্যেক ক্রেতাকে ১ কেজির বেশী পেঁয়াজ বিক্রি না করার জন্য নিদর্শন দেন। তিনি আরো জানান এই বেধে দেয়া নির্ধারিত মূল্য চেয়ে বেশী মূল্যে বিক্রি করলে এবং প্রমান পাওয়া গেলে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থ নেয়া হবে। বাজার মনিটরিং কালে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত