রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে পেনশন স্কিম বিধিমালা ২০২৩ অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ, লাখাইঃ লাখাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ এর এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর উদ্যোগে কর্মশালা সভায় আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোছঃ জিলুফা সুলতানা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজেক্টার এর আলোচনায় অংশ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, বামৈ, করাব ও মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, আব্দুল কদ্দুছ ও আবুল কাশেম মোল্লা ফয়সল, অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, ৬টি ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সচিব বৃন্দ ও উপজেলার সাংবাদিক বৃন্দ ।

এ ছাড়াও এ অবহিতকরন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন। সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ এর অবহিত করণ কর্মশালায় সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন সকল শ্রেনীর পেশার লোক কে এই পেনশন স্কিম এর আওতায় আনতে গুরুত্বারোপ করে আরো বলেন প্রচারের পাশা পাশি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ এর উপর জোর দাবী জানান। অবহিত করণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, বাংলাদেশ সরকারের এই মহতি উদ্যোগ জনসাধারণের মাঝে এর সুফল সম্পর্কে সম্মিলিত প্রয়াশের কোন বিকল্প নেই।

সম্পর্কিত