লাখাই প্রতিনিধিঃ লাখাই কে মাদক ও জুয়া মুক্ত ঘোষনার অংশ হিসেবে লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা কারবারী সহ দুই জুয়ারি কে আটক করেছে পুলিশ। আটক আসামীরা হলেন আকরামুল হক, এরশাদ মিয়া ও তানভীর মিয়া। এ ব্যাপারে লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন লাখাই কে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে হবিগঞ্জ পুলিশ সুপার এর নির্দেশে ও আমার দিকনির্দেশনায় আমার থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস ও আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ভাদিকারা গ্রামের মৃত জহুর আলীর ছেলে আকরামুল হক ( আক্রম আলী) ৪৮কে ভাদিকারা মাস্টার বাড়ীর রাস্তা থেকে ১৫পিস ইয়াবা সহ আটক করে এবং অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের আব্দুর রউপ এর পুকুর পাড় থেকে জুয়া খেলার এক বান্ডিল তাস ও নগদ ১৩শত টাকা সহ ভাদিকারা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে এরশাদ মিয়া ( ৩৫) ও আঃ সহিদ মিয়ার ছেলে তানভীর মিয়া(২০) দুই জুয়ারি কে আটক করে থানায় নিয়ে আসে। আটক আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন আটক আসামীদের কে শুক্রবার ( ২৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।