এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলেন এরশাদ মিয়া ও শাকিল মিয়া। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার থানার পুলিশের এ এস আই নাজমুল হায়দার ও আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সোমবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে এরশাদ মিয়া ও বামৈ গ্রামের রিয়াজ উদ্দীন প্রকাশ শাহাব উদ্দীন এর ছেলে শাকিল মিয়াকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামীদের কে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।