এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে পুলিশের পুলিশের অভিযানে দুই আসামী কে আটক করেছে পুলিশ। আটককৃত আসামীরা হলেন মহসিন মিয়া ও আল-আমীন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সিংহগ্রামের সংঘর্ষের ঘটনায় এজাহার নামীয় আসামী খলিলুর রহমান প্রকাশ খেলু মিয়ার ছেলে মহসিন মিয়া (২৯) কে তার বাড়ী থেকে আটক করে এবং অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় বামৈ পশ্চিম গ্রাম এলাকা থেকে ধর্তব্য অপরাধ নিয়ন্ত্রণে করতে রুহিতনশী গ্রামের শফিকুর রহমানের ছেলে আল-আমীন (৩০) কে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আসামীদের কে শুক্রবার (৮ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।