রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে পুত্রবধূর হাতে শাশুড়ী খুনের ঘটনায় থানায় মামলা প্রধান আসামী গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে জিরুন্ডা গ্রামের এক পু্ত্র বধুর হাতে শাশুড়ী খুনের ঘটনায় থানায় মামলা দায়ের। এ ঘটনায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার নামে গৃহ বধু কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বুধবার (৩১ জানুয়ারি) রাতে মৃত ফুলজাহান এর মেয়ে তাহমিনা আক্তার বাদী হয়ে সুমাইয়া আক্তার কে প্রধান আসামী করে আরো অজ্ঞাত ৩/৪ জন আছে উল্লেখ করে লিখিত এজাহার দায়ের করার পর আমার থানার পুলিশের উপ-পরিদর্শক জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযানে নেমে সুমাইয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য গত রোববার (২৮ জানুয়ারী) জিরুন্ডা গ্রামের মৃত স্বামী আলী আহম্মদ এর স্ত্রী ফুলজাহান (৬২) নামে এক মহিলার লাশ পার্শ্ববর্তী পুকুর থেকে পুলিশ মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছিল। বাদীর দায়ের করা দরখাস্ত সুত্রে জানা যায় মৃত ফুলজাহান এর ছেলের বউ সুমাইয়া আক্তার এর সাথে অর্থাৎ আমার ভাই বউর এর সাথে মোবাইল ফোন করা নিয়ে প্রায় সময়ই ঝগড়া হতো এর জেরের কারনে আমার মা ফুলজাহান কে খুন করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, গ্রেপ্তাকৃত আসামী কে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে মর্মে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জহির আলী এর সাথে যোগাযোগ করলে তিনি জানান মামলার তদন্ত অব্যাহত আছে।তবে ঘটনায় আরো কেহ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত