সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে পুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে জিরুন্ডা গ্রামের এক পুকুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২৮ জানুয়ারী) জিরুন্ডা গ্রামের মৃত স্বামী আলী আহম্মদ এর স্ত্রী ফুলজাহান (৬২) নামে এক মহিলার লাশ পার্শ্ববর্তী পুকুর থেকে পুলিশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে সংবাদ পেয়ে আমি ও আমার থানার পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক, শৈলেশ চন্দ্র দাস, জিকরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে পুকুর থেকে মৃত মহিলার লাশ উদ্ধার করি এবং মৃতের লাশ সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসি। এবং হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে মহিলার লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মৃত মহিলার ছেলে মহিবুল হাসান এর সাথে আলাপ কালে তিনি জানান গত রোববার রাত ৮ টার সময় আমার স্ত্রী সুমাইয়া আক্তার (২১) আমাকে ফোন করে জানায় যে আমার শাশুরী অর্থাৎ আমার মা (ফুলজাহান) পাওয়া যাচ্ছেনা এই সংবাদ পেয়ে আমি বাড়ীতে এসে আমার গ্রাম ও বিভিন্ন এলাকায় খোঁজা খুঁজি করে কোথাও পাই নাই। তিনি আরো জানান মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে আমার স্ত্রী তাহমিনা আক্তার ও আমার শাশুড়ী মমতাজ বেগম বলে পাশ্ববর্তী পুকুরে খোঁজ নিয়ে দেখেন পাওয়া যায় কি না। তাদের কথামত আমার বাড়ীর পাশে পুকুরে পানিতে নেমে কচুরিপানা নীচে আমার আমার মা ( ফুলজাহান) কে পেয়ে থানায় খবর দেই এবং পুলিশ এসে আমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান নিয়মিত মামলার অভিযোগ পাওয়া যায়নি তবে ময়না তদন্তের রিপোর্ট এর উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত