শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে নানা আয়োজনে মহান শহীদ ও মাতৃভাষা দিবস উদযাপন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ২১ ফেব্রুয়ারী) উপজেলা অভ্যন্তরে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহাকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, কে এম আব্দুস শাহেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, কালাউক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝিনুক, রাকিবুল হাসান স্বরন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের স্বরনে মাগফিরাত কামনা করে শহিদদের ভাষা আন্দোলনে ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। প্রভাতফেরী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিস্টানের ছাত্র ছাত্রীরা কয়েকটি গ্রুপে শহীদমিনার চিত্রাংকন,ভাষা আন্দোলন, একুশের চেতনা, প্রভাতফেরি, এবং রচনা প্রতিযোগিতায় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন লাখাই উপজেলা পঃপঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়

সম্পর্কিত