শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার সিংহগ্রামের বাদশা মিয়া ও নাছু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এরই জের ধরে শনিবার (২রা মার্চ) দিবাগত রাতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সুত্রপাত হয়। এরই জের ধরে রবিবার (৩ রা মার্চ) সকাল ৯ টায় উভয় পক্ষের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের মাঝে ৪০/ ৪৫ জন লোক আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের ও পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সংঘর্ষের ঘটনা পর আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে আহতদের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মাঝে ৭ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের সাময়িক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে হয়েছে মর্মে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন আলজার মিয়া (৪৮) আমীর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৭) সজল মিয়া, ছুরুক মিয়া (৪৫) আছির মিয়ার ছেলে তুরাব আলী ( ২০) আব্দুল আহাদ এর ছেলে আল আমীন (২৭) টুকু মিয়ার ছেলে রকিব মিয়া ( ২৪) সহ ৪০/ ৪৫ জন আহত হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান করাব ইউনিয়নের সিংহগ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সহ একদল পুলিশ ফোর্স ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তবে পক্ষগন মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত