মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

আহত ৪ জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। গুরুতর আহত হলেন নুর মিয়ার ছেলে জাকির হোসেন (৫৫) মহর আলীর ছেলে হোসেন শাহ (৩৫) মৃত শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে আশিক চৌধুরী (৪২) ও তারই ভাই হেলিম চৌধুরী (৪০)
বাকীদের আহতদের বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্হানীয় সূত্রে জানা যায়,গতকাল ২৩ মার্চ রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় পূর্ব বিরুধ ও ঘটনার দিন ঘাস কাটা কে কেন্দ্র করে শিবপুর ফকির হাঁটির দক্ষিণ এলাকায় হাজী ফেরদৌস গং ও তুফাজ্জুল গং দের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংবাদ পেয়ে আমি ও আমার অন্যান্য অফিসার সহ একদল সঙ্গীয় পুলিশ ফোর্স শিবপুর সংঘর্ষের ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সম্পর্কিত