এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে পুলিশের অভিযানে দুই ইয়াবা কারবারী সহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান আমার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মার্চ) দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব গ্রামের শামছু মিয়ার পেয়ারা বাগানের ভিতরে ছোট্ট একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালিয়ে করাব গ্রামের ছালেক মিয়ার ছেলে সোহাগ আহমদ (২৪) ও আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে মোঃ রুয়েল মিয়া ( ৩২) এর দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান এ এস আই নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার (২ রা মার্চ) দিবাগত রাতে ভাদিকারা গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে পলাতক আসামী আলাউদ্দিন ওরপে আলন মিয়ার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামীদের কে রোববার (৩ রা মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।