এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে দিনব্যাপী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) ২৪ইংরেজী উপজেলা অডিটোরিয়াম হলে সকাল ১০টা থেকে এ কর্মশালার উদ্ধোধন এ আজ ২টি গ্রুপ কৃষাণ কৃষাণী কে প্রচিক্ষণ দেয়া হয়েছে। ফ্রিপ রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্ভোধন করে জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান।আরো ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জ্যোতিলাল গোপ।
লাখাই ইউনিয়নের কৃষ্ণপুর ব্লকের সন্তোষপুর ও কামালপুর,আমানউল্লার ব্লকের পূর্ব রুহিতনসী এবং স্বজনগ্রাম ব্লকের টাউনশিপ মোট ৪ টি কৃষক গ্রুপের ১৫ জন করে মোট ৬০ জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষন প্রদান করা হয়। এ বিষয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান জানান প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সম্মানি ভাতা প্রত্যেকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রধান করা হবে। এ ছাড়াও লাখাইয়ে ১৮ টি কৃষক গ্রুপকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।
