এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার লাখাই টাউনশিপ কাসিমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হযেছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেলে জেলা প্রশাসকের পক্ষে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফি উদ্দীন মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। শীতের কম্বল বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন লাখাই গ্রামের প্রবীণ মুরুব্বী মোঃ সুলতান মিয়ার সভাপতিতে অত্র মাদ্রাসা শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিউদ্দিন ৫০ টি কম্বল বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সহ সভাপতি আশীষ দাশগুপ্ত, অত্র মাদ্রাসা কমিটির সদস্য আব্দুল ওহাব, ইতেহার হোসেন, ফরিদুল ইসলাম , মোহাম্মদ গিয়াস উদ্দিন মাওলানা হারুন উর রশিদ, মাওলানা শফিউদ্দি, মাওলানা মুহনুল কবির, মাওলানা সাবির হোসেন, মোঃ আশরাফ মিয়া , আক্কাস মিয়া প্রমুখ।
![](https://uttarbonggersongbad.com/wp-content/uploads/2025/01/IMG_20250126_082343-300x213.jpg)