সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

এম এ ওয়াহেদ লাখাইঃ

লাখাইয়ে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর বালক ( অনুর্ধ-১৭ ও বালিকা ( অনুর্ধ-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১১ টায় উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও তারুণ্যের উৎসব -২০২৫ এর বাস্তবায়ন কমিটির আহবায়ক নাহিদা সুলতানা এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর সভাপতিত্বে ও মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ কামরুল ইসলাম।
উদ্বোধনী দিনে ১ম খেলায় ১ নম্বর লাখাই ইউনিয়ন বনাম ৫ নম্বর করাব ইউনিয়ন দল এবং ২ য় খেলায় ৪ নম্বর বামৈ ইউনিয়ন বনাম মোড়াকরি ইউনিয়ন দল অংশ নেয়।
এ দুটি খেলায় লাখাই ইউনিয়ন দল ও মোড়াকরি ইউনিয়ন দল বিজয়ী হয়।
আগামীকাল ৬ টি দলের বাদবাকি ২ টি দল পরস্পরের মুখোমুখি হবে।
আগামী ২০ জানুয়ারি সোমবার সকালে সেমিফাইনাল এবং বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত