এম এ ওয়াহেদ লাখাইঃ
লাখাইয়ে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর বালক ( অনুর্ধ-১৭ ও বালিকা ( অনুর্ধ-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১১ টায় উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও তারুণ্যের উৎসব -২০২৫ এর বাস্তবায়ন কমিটির আহবায়ক নাহিদা সুলতানা এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর সভাপতিত্বে ও মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ কামরুল ইসলাম।
উদ্বোধনী দিনে ১ম খেলায় ১ নম্বর লাখাই ইউনিয়ন বনাম ৫ নম্বর করাব ইউনিয়ন দল এবং ২ য় খেলায় ৪ নম্বর বামৈ ইউনিয়ন বনাম মোড়াকরি ইউনিয়ন দল অংশ নেয়।
এ দুটি খেলায় লাখাই ইউনিয়ন দল ও মোড়াকরি ইউনিয়ন দল বিজয়ী হয়।
আগামীকাল ৬ টি দলের বাদবাকি ২ টি দল পরস্পরের মুখোমুখি হবে।
আগামী ২০ জানুয়ারি সোমবার সকালে সেমিফাইনাল এবং বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।