সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে ২৫ শে মার্চ গনহত্যা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ২৫ শে মার্চ গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সভা কক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর পরিচালনায় সভায় গনহত্যা দিবস এর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ কর্মচারী বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ বিভিন্ন বক্তারা গনহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন ২৫ শে মার্চ এই গনহত্যা চালিয়েছিলেন বর্বর পাক-হানাদার বাহিনীরা। গনহত্যায় যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন বক্তারা।

সম্পর্কিত