বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে গণধোলাইয়ে ডাকাত সরদার হিরাজ নিহত আটক এক

 

এম এ ওয়াহেদঃ লাখাইয়ে গণধোলাইয়ে এক ডাকাত সর্দার হিরাজ মিয়া নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও জনতা দাওয়া দিয়ে আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ(মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের লোকড়া মাদনা রাস্তায় গোয়াকারা গ্রামের আন্দের কান্দি নামক স্থানে কালভার্টের উপর একদল ডাকাত পথচারীদের ডাকাতি করলে পথচারীদের সুর চিৎকার শুনে গোয়াকারা গ্রামবাসী ঘটনাস্থলে পৌছে ডাকাতদের দাওয়া করলে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে ডাকাত হিরাজ মিয়া (৪০) কে জনতা আটক করে গণধোলাইয়ে গুরুতর আহত হয় এবং জনতার দাওয়ায় ধল গ্রামের মস্তুু মিয়ার ছেলে আব্বাস মিয়া (২৬)কে আটক করে লাখাই থানার পুলিশ খবর দিলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের, পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম, পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান ও এ এস আই নাজমূুল হায়দার সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাত হিরাজ মিয়া কে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত হিরাজ মিয়া কে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত ডাকাত হিরাজ মিয়ার লাশ মর্গে আছে। এ দিকে জনতা ডাকাত দলকে দাওয়া দিলে ডাকাত আব্বাস কে গ্রামবাসী পুলিশ কাছে তুলে দেন এবং আরো ৪/ ৫ জন ডাকাত পালিয়ে গেছে বলে একটি সুত্র জানায় । এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি ডাকাত সরদার হিরাজ নিহত ও আব্বাস মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান এখনও কোন মামলা হয়নি তবে মামলা হলে আপনাকে জানিয়ে দিব।

সম্পর্কিত