এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে ক্ষিতিশ সরকার হত্যার মামলার দুই আসামী চট্টগ্রাম ও তেলিয়াপাড়া এলাকা থেকে সুভাষ সরকার ও দিলীপ সরকার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ক্ষিতিষ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে আমার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ চট্টগ্রাম র্যাব ৭ এর সার্বিক সহযোগিতায় ও র্যাব ৯ হবিগঞ্জ এর সার্বিক সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র্যাব ৭ চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে দিলীপ সরকার(৪৫) কে গ্রেপ্তার করি এবং একই রাতে র্যাব ৯ হবিগঞ্জ এর সহায়তায় তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে সুভাষ সরকার (৪৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে আলাপ কালে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
