শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১০ জন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সারাদেশের ন্যায় লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২৯৪ জন। এর মধ্যে মাধ্যমিক এ ১১শত, কারিগরি পরীক্ষায় ৪২ জন এবং দাখিল পরীক্ষার্থী সংখ্যা ১৫২ জন। লাখাইয়ে ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে এর মাধ্যমে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। কেন্দ্র গুলো হচ্ছে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও জিরুন্ডা মানপুর তোফায়লিয়া আলীম মাদ্রাসা এবং ভেন্যু ২টি হচ্ছে কালাউক উচ্চ বিদ্যালয় ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়। এ বিষয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা এর সাথে যোগাযোগ করলে তারা জানান, এ বছর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর মোট পরীক্ষার্থী ১১ শত ছাত্র ছাত্রী এবং দাখিল পরীক্ষার্থী ১৫২ জন ছাত্র ছাত্রী ও কারিগরি ৪২ জন পরীক্ষার্থী। মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা জানান, প্রথম দিনে মোট ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষার গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্র ও ভেন্যু গুলিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এ বছর লাখাইয়ে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহন করা হয়েছে। এ জন্য আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বিভিন্ন কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেছি তবে এখন পর্যন্ত কোন ছাত্র ছাত্রী বহিষ্কার হয়নি।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত